Site icon Amra Moulvibazari

টাকা না দেয়ায় স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেইসবুকে ছড়িয়ে দিলো স্বামী

টাকা না দেয়ায় স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেইসবুকে ছড়িয়ে দিলো স্বামী

প্রতিকী ছবি

একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাটে সেখানে স্বামী টাকা চেয়েছিলেন কিন্তু প্রবাসী স্ত্রী টাকা না দেওয়ায় তারনিজের স্ত্রীর অন্তরঙ্গ অবস্থার ছবি ফেসবুকে পোস্ট করে দেন , যা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে  রোজ মঙ্গলবার ( ডিসেম্বর ) শ্বাশুড়ী  চুনারুঘাট থানায় গিয়ে নিজে বাদী হয়ে তার মেয়ের জামাই জাবেদ ভূঁইয়াসহ তার  বাবা মুক্তার ভূঁইয়া মা নুর বানুসহ  আরো দুই থেকে তিন জনের নাম অজ্ঞাত রেখে  মামলা দায়ের করেন থানায়।

সরজমিনে জানা যায়, এক জর্ডান প্রবাসীর সঙ্গে ২০১৯ সালের জুলাই মাসে বিয়ে হয় জাবেদ ভূঁইয়ার বিয়ের পর থেকেই সে শ্বশুর বাড়িতেই অবস্থান করেন। পরে তার স্ত্রীকে জর্ডানে পাঠান জাবেদ। জর্ডান প্রবাসী স্ত্রী আনুমানিক সাড়ে লক্ষ টাকা দেন জাবেদকে

কিন্তু জাবেদ আরো টাকা চাওয়ার কারণে হিসাব জানতে চান তার প্রবাসী স্ত্রী।  এর ফলে জাবেদ ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে গোপনে স্ত্রীর তোলা অন্তরঙ্গ ছবি একের পর এক ভূয়া ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন স্বামী জাবেদ।

এ ঘটনায় চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তদন্তপূর্বক আইনানুগ সঠিক ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।

Exit mobile version