Site icon Amra Moulvibazari

চবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সঙ্গে মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আনেন চবি শাখার সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহীম।

সভাটি ক্যাম্পাস সংলগ্ন শাহী মসজিদের বিপরীতে মামুন স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর প্রথম প্রকাশ্যে আসেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহীম বলেন, আমরা সহাবস্থানের রাজনীতি করি। এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারেন। আমরা একটি ছাত্রসংগঠন হিসেবে ভুলের ঊর্ধ্বে নই। আমাদের কোনো ভুল হলে আপনারা সেগুলো ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করে নিবো। আমরা সবার প্রচেষ্টায় একটি সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করেন উল্লেখ করে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করে। আপনি দেখবেন শিবিরের হাতে কখনো কোনো সাংবাদিক হেনস্তার ঘটনা ঘটেনি। ক্যাম্পাসেও আপনারা স্বাধীনভাবে কলম চালিয়ে যাবেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

আহমেদ জুনাইদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version