Site icon Amra Moulvibazari

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি


বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের দেশে পাঠানো হয়।

ফেরত আসাদের মধ্যে বিভিন্ন বয়সের ১১ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছে। যাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের প্রোগ্রাম অফিসার মোহিত কুমার জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পাচার করে। ভারতে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও পুনেতে তারা পুলিশের হাতে আটক হন। তাদের আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।

সাজার মেয়াদ শেষে ওই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের নিজ হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পাশের মাধ্যমে তারা দেশে ফেরেন।

ওসি ইমতিয়াজ আহসান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসাদের স্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য থানা থেকে রাইটস যশোরকে ৯ জন, জাস্টিস অ্যান্ড কেয়ারকে ৯ জন, বিএম ডব্লিউ পাঁচজন ও মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করা হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version