Site icon Amra Moulvibazari

শাওমির নতুন এআই স্মার্ট গ্লাসে যেসব সুবিধা পাবেন

শাওমির নতুন এআই স্মার্ট গ্লাসে যেসব সুবিধা পাবেন


অনেক স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা স্মার্ট চশমা এনেছে বাজারে। যার মধ্যে সবচেয়ে আলোচিত মেটা ও অ্যাপলের এআই স্মার্ট চশমা। এবার শাওমি বাজারে আনছে তাদের নতুন স্মার্ট এআই চশমা। যেখানে অসংখ্য নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

শাওমির নতুন এআই গ্লাস প্রযুক্তি জগতে নতুন দিগন্ত উন্মোচন করছে। এই স্মার্ট গ্লাসটি উন্নত প্রযুক্তি এবং এআই-এর সম্মিলন ঘটিয়ে ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক সুবিধা নিয়ে এসেছে।

নতুন এআই গ্লাস প্রযুক্তির জগতে একটি বিপ্লব। এটি কেবল একটি গ্যাজেট নয়, বরং ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এই ধরনের এআই চালিত ডিভাইস আমাদের জীবনকে আরও সহজ এবং স্মার্ট করে তুলবে।

শাওমির এআই গ্লাসে উন্নত ভিশন অ্যাসিস্ট্যান্ট ফিচার রয়েছে, যা বাস্তবজীবনের দৃশ্যগুলো বিশ্লেষণ করে। এটি রাস্তার দিকনির্দেশনা, ট্রাফিকের তথ্য এবং গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সরাসরি দেখাতে সক্ষম। এই গ্লাসযেওন ধরুন, রেস্তোরাঁর মেনু দেখার সময় এতে মূল্য এবং রেটিং সরাসরি প্রদর্শিত হবে।

আরও পড়ুন
একসঙ্গে দুটি ইয়ারবাড আনলো ফিনিক্স

এছাড়া ভয়েস কমান্ড ব্যবহার করে এই গ্লাস পরিচালনা করা যায়। এটি শাওমির নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে, যেমন ফোন কল করা, টেক্সট মেসেজ পাঠানো, অথবা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা।

গ্লাসটিতে রয়েছে একটি মাইক্রো-এলইডি ডিসপ্লে, যা উজ্জ্বল সূর্যের আলোতেও পরিষ্কার দৃশ্য প্রদর্শন করে। ডিসপ্লেটি চোখের ক্লান্তি কমাতে এবং দীর্ঘ সময় ব্যবহার উপযোগী করে তৈরি। শাওমি এআই গ্লাসে ভাষা অনুবাদের ফিচার রয়েছে, যা ভ্রমণ বা বিদেশীদের সঙ্গে যোগাযোগ সহজ করে। ব্যবহারকারীকে কোনো বিদেশি ভাষায় লেখা বা কথা সরাসরি অনুবাদ করে দেখায়।

চশমাতে ইন-বিল্ট ক্যামেরা রয়েছে, যা উচ্চ-রেজুলিউশনে ছবি এবং ভিডিও ধারণ করতে পারে। এটি লাইভ স্ট্রিমিং সুবিধাও প্রদান করে, যা বিশেষত ব্লগার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় সুবিধা। চীনের বাজারে চশমাটি প্রথম এই চশমা লঞ্চ করবে সংস্থাটি। তবে সঠিক দিন তারিখ এখনো ঘোষণা করেনি তারা।

আরও পড়ুন
টাচ কন্ট্রোল সাপোর্ট পাবেন এই ইয়ারবাডে
রিয়েলমির নতুন ইয়ারবাডে যেসব সুবিধা পাবেন

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version