Site icon Amra Moulvibazari

হেফাজতের ছাতার নিচে এক হয়েছে যুদ্ধাপরাধী-মৌলবাদীরা; ওবায়দুল কাদের

হেফাজতের ছাতার নিচে এক হয়েছে যুদ্ধাপরাধী-মৌলবাদীরা; ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বিএনপি। তবে এই অপকৌশল সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবসের অনুষ্ঠানে আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি সব দিকে ব্যর্থ হয়ে এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা অপকৌশলে নেমেছে। দলের অন্যন্য নেতারা বলে, হেফাজতে ইস্লামের ছাতার নিচে ধর্মান্ধ ও স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে।

সোমবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবসের আলোচনা। সভায় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারাও।

এই আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন নিজেদের ব্যর্থতার জন্য জনগণের উপর প্রতিশোধ নিতেই আগুন সন্ত্রাস করেছে বিএনপি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী যেকোন চক্রান্ত প্রতিহত করতে নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও সংবিধান নিয়ে কোন কটূক্তি আর সহ্য করা হবে না। জাতির পিতার ভাস্কর্যের উপর ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী জঙ্গি সংগঠন ও স্বাধীনতা বিরোধিরা হামলা করেছে।

Exit mobile version