Site icon Amra Moulvibazari

পবিত্র কাবা শরীফে দেড় হাজার নারী কর্মীর কাজের সুযোগ!

পবিত্র কাবা শরীফে দেড় হাজার নারী কর্মীর কাজের সুযোগ!

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে হজ ও উমরাহ পালনকারী নারীদের সেবার জন্য আরো প্রায় দেড় হাজার নারী নিয়োগ দেয়া হয়েছে। পবিত্র কাবার মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি কমিটি এই কর্মী নিয়োগ চূড়ান্ত করেছে।

নিয়োগ পাওয়া দেড় হাজার নারী কর্মীর মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় কাজ করবে ৬০০ জন কর্মী। বাকি ৯০০ জন কর্মী নারী দর্শনার্থীদের সাহায্য করা, জমজমের পানি বিতরণ, নারী ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানে ইলেক্ট্রনিক যানবাহন পরিচালনা, তথ্যকেন্দ্র, প্রশাসনিকবিষয়, জন্সংযোগ, মিডিয়া, যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।

এ নিয়োগের ব্যপারে সৌদির নারী বিষয়ক উন্নয়ন উপপ্রধান ড। আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ আরব নিউজকে বলেন, সোউদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন-২০৩০ এর সঙ্গে মিল রেখে পবিত্র কাবা শরীফে নারীদের উন্নয়নে কাজ করতে এই নিয়োগ প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।

Exit mobile version