Site icon Amra Moulvibazari

আসছে মাসুদ পথিকের কাব্যগ্রন্থ ‘ইকো চেম্বার’

আসছে মাসুদ পথিকের কাব্যগ্রন্থ ‘ইকো চেম্বার’


কবি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিকের কাব্যগ্রন্থ ‘ইকো চেম্বার’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান ছিন্নপত্র প্রকাশন। প্রচ্ছদ করেছেন আল নোমান।

কবি মাসুদ পথিক একজন রুচিশীল চলচ্চিত্র নির্মাতাও। তিনি কবি নির্মলেন্দু গুণের কালজয়ী কবিতা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। ‘চাষার পুত’ খ্যাত মাসুদ পথিকের ‘রোলকলের বাইরে থেকে জেনেছি এই কৃষক জন্মের কারিকুলাম’ বইটি মাত্র ৩০ টাকায় বিক্রি করেছেন।

তিনি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া তার পরিচালিত চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ ২০১৯ সালে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তিনি কবিতায় ২০১৩ সালে ‘কালি ও কলম পুরস্কার’ অর্জন করেন। ২০২৪ সালে নাটক ও নাট্যসাহিত্য বিভাগে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন।

আরও পড়ুন
আসছে স্বপঞ্জয় চৌধুরীর ‘তৃষিত ঘুমের পেয়ালা’ 
আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’ 

তার প্রথম কাব্যগ্রন্থ ‘কৃষকফুল’। এরপর ‘বাতাসের বাজার’, ‘ধানের গ্রীবার নিচে কিছু অভিমান’, ‘সেতু হারাবার দিন’, ‘ধানচোর’, ‘হাড়ের পাখালি’, ‘মাঠের কোল’, ‘একাকী জমিন’, ‘চাষার পুত’, ‘রোলকলের বাইরে থেকে জেনেছি এই কৃষক-জন্মের কারিকুলাম’, ‘চাষার বচন’, ‘শাপলা: জলের জন্মান্ধ মেয়ে’, ‘লাঙলের ভুবন’, ‘দাদার খড়ম’, ‘বাতাসের বীজতলা’, ‘আমন আউশ দুই বোন বা পণ্য অথবা প্রকৃতি আর যা যা’, ‘ঘামের মোকাম’, ‘সাধের লাউ’, ‘অনাহারী ধুলোগণ’, ‘চাষার কাম’, ‘কান্নার কুনাঘর’, ‘ধানবাজারে এইসব নন্দন বেপারি অ্যান্ড নিউ কলোনিয়াল কোলাহল’, ‘ভাতের হারিকিরি’, ‘এই বইটির নাম হতে পারতো, লাঙলের হেজিমনি বা নিম্নবর্গের ভাষা তৈরি হয় যে বোবা আলে অথবা লাতা বোরো ও মিনতি ধানের শোকসংগীত কিংবা শস্যের ফ্যালাসি’ ও ‘চাষার পাঁচালি’ প্রভৃতি প্রকাশিত হয়।

কবিতা নিয়ে সিনেমা বানাতে ভালোবাসেন মাসুদ পথিক। এরই মধ্যে কবিতা নিয়ে তৃতীয় সিনেমার শুটিংও শেষ করেছেন। ‘বক: দ্য সোল অব ন্যাচার’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে। এবার সিনেমা নির্মাণ করছেন কবিদের নিয়ে। যেখানে অভিনয় করবেন দেশের ২৫ জন কবি। তার ‘স্ট্রিট ফিলোসফার’ সিনেমায় থাকবেন কবি নির্মলেন্দু গুণ, অসীম সাহা, কচি খন্দকার, ড. তপন বাগচী, আসলাম সানী, আসাদ মান্নান, হারিসুল হক প্রমুখ।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version