Site icon Amra Moulvibazari

ঢাকায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন, অংশ নেবেন বিশ্বখ্যাত কারীরা

ঢাকায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন, অংশ নেবেন বিশ্বখ্যাত কারীরা


আগামী ২৯ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’।

বিশ্বখ্যাত চারজন কারী এ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। তারা হলেন, মিসরের শাইখ কারী ইয়াসির শারকাভী, ইরানের কারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের কারী হাম্মাদ আনোয়ার নাফীসী এবং মরক্কোর কারী ইলিয়াস আল-মিহয়াভী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

কেরাত সম্মেলন শুরু হবে সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তেলাওয়াত করবেন ইক্বরার সদস্য এ দেশের শীর্ষস্থানীয় কারীগণ এবং মা’হাদুল কেরাত বাংলাদেশের দেশি-বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে।

ওএফএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version