Site icon Amra Moulvibazari

ট্রুকলারের মতো ফিচার আনছে গুগল

ট্রুকলারের মতো ফিচার আনছে গুগল


গুগলে যখন যা খুশি সার্চ করছেন। যখন যা খুশি জানতে ইচ্ছা করছে জেনে নিতে পারছেন মুহূর্তের মধ্যেই। তবে শুধু সার্চ করাই নয়, আরও অনেক ফিচার আছে গুগলের। এবার ট্রুকলারের মতো ফিচার যুক্ত করছে গুগল। এবার একটি নিজস্ব এআই-চালিত স্প্যাম ডিটেকশন টুল আনতে চলেছে গুগল।

সারাবিশ্বে স্প্যাম কল থেকে শুরু করে স্প্যাম মেসেজের উপদ্রব বেড়েই চলেছে। স্বর্বশান্ত হচ্ছেন মানুষ এই স্প্যাম কল এবং মেসেজের মাধ্যমে। প্রতারকদের অন্যতম মাধ্যম হচ্ছে স্প্যাম কল বা মেসেজ। এবার গুগল এই ব্যাপারে কঠোর হচ্ছে।

নিজস্ব এআই সিস্টেম প্রণয়ন করতে এরই মধ্যে প্রস্তুত সংশ্লিষ্ট সংস্থা। যাতে মানুষ ফাঁদে না পড়েন, তার জন্যই সাহায্য করছে তারা। কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের ঝুঁকি সম্পর্কেও সচেতন গুগল। সেই সঙ্গে যাতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি না হয়, এজন্য তারা ওই সব অ্যাপের কার্যকলাপের উপরেও নজরদারি চালাবে।

গুগলের এই ফিচারের নাম গুগল স্প্যাম এবং ডেঞ্জারাস অ্যাপ অ্যালার্ট টুল। পিক্সেল ফোনের মাধ্যমেই ফোন অ্যাপের উপরেও কাজ করবে এই স্প্যাম ডিটেকশন। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য আগে থেকেই ফোনে ইনস্টল করাই থাকে।

প্রাথমিকভাবে গুগল নিজেদের এআই টেক ব্যবহার করে কলের সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করে। সেই সঙ্গে ব্যবহারকারীদের সতর্কও করে দেয়। আর সতর্কতা হিসেবে ভেসে ওঠে একটি লেবেল। যেখানে লেখা থাকবে- লাইকলি স্ক্যাম, সাস্পেশিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্টেড ফর দিজ কল। এবার ব্যবহারকারী চাইলে সেই কলটি কেটে দিতে পারেন। অথবা সেটিকে নট অ্যা স্প্যাম টগলের সাহায্যে মার্ক করে দিতে পারেন।

তবে গুগলের এই স্প্যাম কল ডিটেক্টর অন্যান্য অ্যাপের চেয়ে খানিকটা আলাদা। কারণ এটি শুধু ইনকামিং কল থেকেই যে স্প্যাম কল ধরতে পারবে না নয়। মেশিন লার্নিংয়ের মাধ্যমে কলারের কথা শুনেও এটি প্রতারক কি না তা শনাক্ত করতে পারবে।

আরও পড়ুন
গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করবেন যেভাবে  
গুগলে যেসব বিষয় সার্চ করলেই হ্যাকারের নজরে পড়বেন

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version