Site icon Amra Moulvibazari

পাবজি মোবাইলের আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে এই প্রথম বাংলাদেশি টিম | A1 ESports

পাবজি মোবাইলের আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে এই প্রথম বাংলাদেশি টিম | A1 ESports

ইতিহাস গড়ে প্রথম কোন বাংলাদেশি টিম হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যালেঞ্জের গ্রান্ড ফাইনালে জায়গা করে নিলো ‘ এ ওয়ান ই-স্পোর্টস’।

পাবজি মোবাইলের সর্বোচ্চ আসর এবং বিশ্বকাপ খ্যাত পিএমজিসি’র গ্রুপ পর্বে সারা পৃথিবীর ২৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে টপ ১৬টি দল গ্রান্ড ফাইনালে জায়গা করে নেয়।

দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া গ্রান্ড ফাইনাল চলবে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্টের প্রাইজমানি থাকবে ১৬ কোটি টাকার বেশি।

টুর্নামেন্টের ফাইনালে ভালো করার ব্যপারে আশাবাদী এ ওয়ান ই-স্পোর্টসের ফাউন্ডার কাজী আরাফাত হোসেন।

Exit mobile version