Site icon Amra Moulvibazari

ম্যানসিটিতে মেয়াদ বাড়লো গার্দিওলার

ম্যানসিটিতে মেয়াদ বাড়লো গার্দিওলার


পেপ গার্দিওলার সঙ্গে নতুন করে আরও এক বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। নির্ভরযোগ্য সূত্র ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।

ইতিহাদে গার্দিওলার মেয়াদ ফুরানোর কথা ছিল চলতি মৌসুম শেষেই। কিন্তু প্রিমিয়ার লিগে টানা চার মৌসুমে চ্যাম্পিয়ন করা ৫৩ কোচকে ছাড়তে চাইছে না সিটিকে। যে কারণে আরও এক বছর রেখে দিচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। নতুন চুক্তি পূর্ণতা পেলে সিটিতে মোট দশক কাটাবেন গার্দিওলা।

২০১৬ সালে সিটিতে কোচ হয়ে এসেছিলেন গার্দিওলা। এর আগে ৪ বছর বার্সেলোনা ও ৩ বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেছিলেন স্পেনের সাবেক এই ফুটবলার।

গার্দিওলা ম্যানসিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ। তার অধীনে ১৫টি বড় ট্রফি জিতেছে ক্লাবটি। এর মধ্যে ৬টি প্রিমিয়ার লিগের শিরোপা।

চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতার প্রথম ৪ ম্যাচে হেরেছিল ম্যানসিটি। তবুও বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে আছে ক্লাবটি। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৫ পয়েন্ট কম আকাশী-নীলদের।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version