Site icon Amra Moulvibazari

যে কারণে কখনো নায়কদের সঙ্গে প্রেম করেন না কাজল

যে কারণে কখনো নায়কদের সঙ্গে প্রেম করেন না কাজল


দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেত্রী কাজল আগরওয়াল। পর্দায় তার উপস্থিতি সবসময়ই দর্শকের জন্য উপভোগ্য। ক্যারিয়ারে বহু নায়কের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন তিনি। তবে কখনোই কোনো অভিনতোর সঙ্গে তার স্ক্যান্ডাল শোনা যায়নি।

কাজল সবসময় তার সহ-অভিনেতাদের সঙ্গে সচ্ছ্ব একটি সম্পর্ক বজায় রেখেছেন। নায়কদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তিনি সবসময়ই মনযোগী। কিন্তু কেন? ২০১৩ সালের একটি সাক্ষাৎকারে, কাজল তার এই নীতি বিষয়ে কথা বলেন।

সেখানে তিনি ব্যাখ্যা করেন কেন তিনি তার সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এড়িয়ে যান।

অভিনেত্রী জানান, কর্মক্ষেত্রে অনেকের প্রতিই তিনি মুগ্ধ। তবে সচেতনভাবে তিনি পেশাগত জায়গাটিকে শ্রদ্ধা ও বন্ধুত্বের মধ্যেই রাখতে চেয়েছেন সবসময়ই। কাজল বলেন, ‌‘আমি কখনই আমার সহ-অভিনেতাদের সঙ্গে বিশেষ বন্ধুত্ব করিনা। যদি তারা মুম্বাইয়ে থাকেন তবে আমি তাদের লাঞ্চের জন্য আমন্ত্রণ জানাতে পারি। আড্ডা তো হতেই পারে। কিন্তু এর বেশি কিছু কখনোই নয়।’

কাজল তার ব্যক্তিগত জীবনের অনেক কথা শেয়ার করে জানান, তার দুটি প্রেম ছিল। তারা দুজনেই চলচ্চিত্রের বাইরের মানুষ। তার শেষ প্রেমটি ভেঙে যায় ব্যস্ততার জন্য। তিনি না প্রেম করতে পারছিলেন না তো কাজে মন দিতে পারছিলেন। পরে সেই সম্পর্কটিই ভেঙে যায়।

এছাড়াও কাজল সিনেমায় তার ‘লাকি চার্ম’ নিয়ে কথা বলেছেন। তিনি জানান, তার বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে সফল হয়েছে। তিনি তার ক্যারিয়ারে আর্থিক সংকট বা ইন্ডাস্ট্রিতে প্রবেশের ক্ষেত্রে কোনও বড় সমস্যা না হওয়ার জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমানে কাজল ব্যবসায়ী গৌতম কিচলুকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম নীল।

সর্বশেষ ২০২৪ সালের ১৭ মে মুক্তি পাওয়া ‘সত্যভামা’ সিনেমায় দেখা গিয়েছিল কাজল আগারওয়ালকে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version