Site icon Amra Moulvibazari

নেপালের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী | Nepal Parliament

নেপালের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী | Nepal Parliament

{"source_sid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1608481321384","subsource":"done_button","uid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1608481321377","source":"other","origin":"gallery"}

নেপালের পার্লামেন্ট ভেঙে দেয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি । রোববার কেবিনেটের এক জরুরি বৈঠকে নির্বাচিত সরকার ভেঙে দেয়ার বিষয়টি উত্থাপন করেন তিনি । বলেন , তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোয় সরকার ভেঙে দেয়ার বিষয়টি সামনে আনলেন তিনি ।

বিষয়টি নিশ্চিত তরে নেপালের জ্বালানি বিষয়ক মন্ত্রী বারসামান পান । জানান , এরই মধ্যে সরকার ভেঙে দেওয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর কাছে পাঠানো হয়েছে । নেপালে ২০২২ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । করনোনা মহামরিতে ব্যাপক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে ।

বিরোধীদের অভিযোগ , পরিস্থিতি সামলাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী ওলি । মূলত একারণেই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব তুললেন তিনি ।

Exit mobile version