Site icon Amra Moulvibazari

প্রতিশোধ নেওয়া হলো না, উরুগুয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল

প্রতিশোধ নেওয়া হলো না, উরুগুয়ের বিপক্ষে জয়হীন ব্রাজিল


সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। আজ বুধবার সকালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল সেলেসাওরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলিয়ানদের।

এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল সেলেসাওরা। ২০২৪ সালের শেষটা জয়ে রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

বুধবার অ্যারেনা ফোন্তে নোভা স্টেডিয়ামে উরুগুয়েকে আতিথেয়তা দেয় ব্রাজিল। এক পর্যায়ে ঘরের মাঠে হারের শঙ্কায় পড়েছিল ভিনিসিয়ুস জুনিয়ররা। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ৫৫ মিনিটে গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। স্বাগতিক দলের দর্শকদের মনে তখন আতঙ্ক আর অনিশ্চয়তা। ব্রাজিল পারবে তো এই গোল শোধ করতে?

ব্রাজিলিয়ানরা অবশ্য নিজেদের শক্তি দেখাতে দেরি করেনি। ৭ মিনিট পরই উরুগুয়ের গোলটি শোধ করে দেয় স্বাগতিকরা। এতে ১-১ সমতায় ফেরে ব্রাজিল। স্বস্তি পায় হলুদ জার্সি গায়ে জড়ানো হাজার হাজার সমর্থক।

শেষ দিকে রাফিনহা-ভিনিসিয়ুসদের কাছে আরও একটি গোল প্রত্যাশা করেছিল দর্শকরা। তবে ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তারা। দ্বিতীয়বার উরুগুয়ের জাল খুঁজে বের করতে পায়নি ব্রাজিল। শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে চতুর্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলেরও এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। ১২ ম্যাচে ১৮ পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন পঞ্চম স্থানে।

অন্যদিকে দ্বিতীয় স্থান কিছুটা মজবুত করেছে উরুগুয়ে। মাঠে নামার আগেই দুইয়ে ছিল তারা। তবে পয়েন্ট ছিল তিনে থাকা কলম্বিয়ার সমান ১৯। ব্রাজিলের কাছ থেকে এক পয়েন্ট আদায় করায় উরুগুয়ের পয়েন্ট এখন ২০।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version