Site icon Amra Moulvibazari

৬০০ বছরের পুরোনো ‘গায়েবি মসজিদ’

৬০০ বছরের পুরোনো ‘গায়েবি মসজিদ’


চাঁদপুরের কচুয়ার অন্যতম দর্শনীয় স্থান আটোমোর পূর্বপাড়া প্রাচীন শাহী জামে মসজিদ বা ‘গায়েবি মসজিদ’। তবে মসজিদটি কবে, কখন ও কীভাবে নির্মিত হয়েছে তা কেউ জানেন না। মসজিদটি সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বন-জঙ্গল পরিষ্কার করতে গিয়ে খোঁজ মেলে মসজিদটির। ধারণা করা হয়, প্রায় ৬০০ বছর আগে ১৮ শতাংশ জমিতে এটি নির্মাণ করা হয়। এর পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে আটোমোর জামালিয়া হাফিজিয়া নুরানিয়া মাদরাসা ও এতিমখানা

তবে মসজিদটি কে বা কারা নির্মাণ করেছেন তা জানা যায়নি। এজন্য এটি পরিচিতি পেয়েছে ‘গায়েবি মসজিদ’ হিসেবে। এক গম্বুজ মসজিদটিতে আগে মাত্র ইমামসহ ৯-১০ জন নামাজ আদায় করা যেতো। বর্তমানে আয়তন বাড়িয়ে দুই হাজার ৩০০ বর্গফুট করা হয়েছে। এখন ৪০০-৫০০ জন নামাজ পড়তে পারেন একসঙ্গে।

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বায়েজিদ সরকার জাগো নিউজকে বলেন, প্রতি শুক্রবার দূর-দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন মানতের নগদ টাকা ও মিষ্টি নিয়ে। তাদের ধারণা, কোনো নিয়তে মানত করলে আল্লাহর অশেষ রহমতে তা পূরণ হয়।

তিনি বলেন, আগের চেয়ে মসজিদটির অনেক প্রসারিত করা হয়েছে। আরও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। মসজিদ প্রসারিত করতে গিয়ে অনেক টাকার ঋণ হয়েছে। মসজিদটি সংস্কারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

প্রাচীন শাহী জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক নিজামী বলেন, এ মসজিদের নির্মাণকারী কে তা আমরা বলতে পারি না। আমরা বাপ-দাদার আমল থেকে শুনেছি এ মসজিদের কথা।

শরীফুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version