Site icon Amra Moulvibazari

শহীদ আবু সাইদের পরিবারকে দিতে হবে না বিদ্যুৎ বিল

শহীদ আবু সাইদের পরিবারকে দিতে হবে না বিদ্যুৎ বিল


সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

তার আত্মত্যাগের ফলে গণঅভ্যুত্থানসহ সরকার পতন এবং রাজনৈতিক পট পরিবর্তনে অনন্য ইতিহাস রচিত হয়েছে উল্লেখ করে এই শহীদের পরিবার থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিটি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণপূর্বক শহীদ আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেন। এরপর উপস্থিত সুধী সমাবেশে প্রধান উপদেষ্টা দেশের এই ঐতিহাসিক অবদানের জন্য আবু সাঈদের আত্মত্যাগকে স্বীকৃতি দেন। প্রধান উপদেষ্টার কাছে উপস্থিত এলাকাবাসী ও স্থানীয় ব্যক্তিরা শহীদ আবু সাঈদের পরিবারকে মানবিক দিক বিবেচনায় বিদ্যুৎ বিল মওকুফ করার দাবি রাখেন।

চিঠিতে রংপুর পবিস-১ এর পীরগঞ্জ জোনাল অফিসের আওতায় শহীদ আবু সাঈদের পিতা ও গ্রাহক মো. মকবুল হোসেনের বিদ্যুৎ সংযোগের মিটারের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফ করণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

এনএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version