Site icon Amra Moulvibazari

সামাজিক নিরাপত্তা উন্নয়নে আনসার মহাপরিচালকের নির্দেশনা

সামাজিক নিরাপত্তা উন্নয়নে আনসার মহাপরিচালকের নির্দেশনা


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের তিনি এ নির্দেশনা দেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রথমে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়; জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, জেলরোড, ময়মনসিংহ পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। মধ্যাহ্ন বিরতির পর তিনি রেঞ্জের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে বাহিনীর ভূমিকা জোরদার করার আহ্বান জানান।

এরপর মহাপরিচালক জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশবাড়ী; জেলা কমান্ড্যান্ট কার্যালয় এবং ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন।

আগামীকাল ২০ নভেম্বর মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নালিতাবাড়ী, শেরপুরে অবস্থিত ৩২ আনসার ব্যাটালিয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন। এ সফরে তার সঙ্গী হিসেবে রয়েছেন উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর।

টিটি/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version