Site icon Amra Moulvibazari

মাস্ক ছাড়া নারীর সাথে সেলফি তুলায় চিলি প্রেসিডেন্টকে জরিমানা | Sebastián Piñera

মাস্ক ছাড়া নারীর সাথে সেলফি তুলায় চিলি প্রেসিডেন্টকে জরিমানা | Sebastián Piñera

চিলিতে করোনা স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে স্বয়ং প্রেসিডেন্টকে। এক নাগরিকের সাথে মাস্ক ছাড়া সেলফি তুলায় সাড়ে তিন হাজার ডলার জরিমানা গুণতে হবে সিবাস্তিয়ান পিনেরাকে।

চলতি মাসে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে প্রেসিডেন্টকে ছবি তুলার অনুরোধ জানান এক নারী। অনুরোধে সাড়া দিয়ে মাস্ক খুলে তার সাথে সেলফি তুলেন পিনেরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ছবি।

স্বাস্থ্য বিধি লঙ্গনের জন্য ক্ষমাও চেয়েছেন প্রেসিডেন্ট। পাবলিক প্লেসে বাধ্যতামূলক মাস্ক নীতির বিষয়ে কঠোর চিলি প্রশাসন। মাস্ক খুললেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা। এমনকি জেলের বিধানও রয়েছে।

করোনা মোকাবেলায় চলতি মাসের শুরুতেই জরুরী অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানোর ঘোষণা দেয় চিলি প্রশাসন।


আরো পড়ুনঃ গোপন বৈঠকের সময় খুলনায় ৮ জঙ্গি গ্রেফতার

ভাস্কর্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই : ডক্টর কামাল

আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version