Site icon Amra Moulvibazari

‘কাণ্ডজ্ঞানহীন উন্নয়নে’ গচ্ছা কোটি টাকা

‘কাণ্ডজ্ঞানহীন উন্নয়নে’ গচ্ছা কোটি টাকা


সেতু নির্মাণ করা হয়েছে সাত বছর আগে। অথচ এখনো করা হয়নি সংযোগ সড়ক। ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না সেতু দিয়ে। এ অবস্থায় দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মনেহর ও বিনারচর এলাকার মাঝখানের খালে পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়েছে। অথচ নেই সংযোগ সড়ক। এটাকে ‘কাণ্ডজ্ঞানহীন উন্নয়ন’ বলছেন স্থানীয়রা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর একপাশ ব্রাহ্মন্দি ও অপর পাশ দুপ্তারা ইউনিয়নের মধ্যে পড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে মনেহর পাকা রাস্তা থেকে বিনারচর অভিমুখে খালের ওপর ৬০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। একইসঙ্গে মনেহর পুকুর বাড়ির পাকা রাস্তা থেকে দক্ষিণ বড় বিনাইচরের পূর্বপাড়া রাস্তায় খালের ওপর নির্মাণ করা হয় একই দৈর্ঘ্যের আরেকটি সেতু। সেতু দুটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের একটি প্রকল্প। এর নির্মাণ ব্যয় করা হয় এক কোটি ১৩ লাখ ৭৮ হাজার ২১২ টাকা। সেতু দুটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

সরেজমিন দেখা গেছে, সেতু দুটি দিয়ে কোনোরকম হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু রিকশা কিংবা অন্য কোনো যানবাহন চলাচলের উপায় নেই। ফসলাদি মাথায় করে পার হতে হয় সেতু।

মনেহর এলাকার বাসিন্দা রিটন মিয়া বলেন, ‘অনেক বছর হলো সেতু দুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু চলাচলের কোনো রাস্তা করা হয়নি। একটি সাইকেল উঠবে সেই ব্যবস্থাও নেই।’

তিনি আরও বলেন, “সরকারি খাত থেকে কোটি টাকা ব্যয় করে অযথা ফেলে রেখেছে। জনগণের কোনো কাজেই আসছে না। যদি রিকশা-ভ্যান নিয়ে সেতুই পার না হতে পারি, তাহলে নির্মাণ করে কী লাভ হলো? এটা আসলে ‘কাণ্ডজ্ঞানহীন উন্নয়ন’।”

বিনাইচর এলাকার বাসিন্দা ইসমাইল বলেন, ‘ফসল মাথায় বহন করে ঘরে তুলতে হয়। সেতুটি করে আমাদের কোনো উপকার হয়নি।’

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, যদি সংযোগ সড়ক না থাকে তাহলে এটি নির্মাণের ব্যবস্থা করা হবে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

Exit mobile version