Site icon Amra Moulvibazari

বোয়ালখালীতে মাদককারবারী গ্রেফতার

বোয়ালখালীতে মাদককারবারী গ্রেফতার


চট্টগ্রামের বোয়ালখালীতে ৩০০ লিটার চোলাই মদসহ মো. নাজিম উদ্দিন নেজাম (৫২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে বোয়ালখালী থানার পূর্ব কধুরখীলের ইমামনগর জমাদার ঘাটা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নেজাম কধুরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তাকে মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমদ মিনহাজ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কধুরখীল ইউনিয়নের জমাদার ঘাটা এলাকার বসতঘর থেকে নেজামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী প্লাস্টিকের বস্তা ভর্তি ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version