Site icon Amra Moulvibazari

কত টাকার মালিক শক্তিমান

কত টাকার মালিক শক্তিমান


ভারতের প্রতিষ্ঠিত অভিনেতা-পরিচালক-লেখক-টক শো উপস্থাপক মুকেশ খান্না। তবে শক্তিমান হিসেবেই তার পরিচিতি সর্বত্র। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ‌‘শক্তিমান’ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করে তিনি ভারতীয় দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পান। বাংলাদেশেও বেশ জনপ্রিয় শক্তিমান।

জানা গেছে, নতুন করে আবারও ফিরে আসছে সিরিজটি। তাই আলোচনায় আছেন মুকেশ খান্না। নতুন করে তাকে শক্তিমান হিসেবে দেখতে আগ্রহী হয়ে আছেন দর্শকও। অনেকেই জানতে চান কোথায় কিভাবে দিন কাটে এই তারকার।

১৯৮১ সালের হিন্দি চলচ্চিত্র ‘রুহী’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর তিনি ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। তবে ‘শক্তিমান’ সিরিজ দিয়েই তিনি সর্বত্র পরিচিতি পান। ‘মহাভারত’ সিরিজে তিনি ভীষ্ম চরিত্রে অভিনয় করেও অনেক প্রশংসা পান। কাজ করেছেন সৌদাগর, রাজা, বর্ষাত, মইন খিলাদি তু আনাড়ি, রাজা এবং হেরা ফেরির মতো সিনেমাগুলোতে।

অনুষ্ঠান উপস্থাপনাতেও মুকেশ খান্নার দর্শকপ্রিয়তা অনেক। তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘ভীষ্ম ইন্টারন্যাশনাল’ দিয়ে চলচ্চিত্র শিল্প সম্পর্কিত বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বিনোদন শিল্পের নানা অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

কাজের বাইরে বেশ সাংসারিক মানুষ মুকেশ খান্না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। এই অভিনেতা জৌলুসময় জীবনের চেয়ে সুখী জীবন কাটাতেই বেশি পছন্দ করেন। তিনি প্রায় ২২ কোটি রুপির মালিক। অভিনয় এবং প্রযোজনা থেকে আসে তার আয়। সেইসঙ্গে ইউটিউব চ্যানেল থেকে বেশ ভালো আয় করেন ভারতীয় সুপারহিরো শক্তিমান।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version