Site icon Amra Moulvibazari

ভাস্কর্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই : ডক্টর কামাল

ভাস্কর্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই : ডক্টর কামাল

গেল বছর গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিলের পর ঘোষিত কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে বিরোধে জড়ায় দলের দুই অংশ। নতুন কমিটিতে সাধারন সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক করা হয় একাদশ জাতীয় নির্বাচনের আগে দলে যোগ দেয়া ডক্টর রেজা কিবরিয়াকে।

এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় মন্টু ও রেজা গ্রুপ। এ নিয়ে ঘটে বহিষ্কার ও পাল্টা বহিষ্কারের ঘটনাও। এভাবেই গত এক বছর দ্বন্দ্ব আর বিবাদে কাটে গণফোরামের কার্যক্রম ।

এ অবস্থায় শনিবার দলের সভাপতি ডক্টর কামাল হোসেন সংবাদ সম্মেলন ডেকে জানান, তার দলে কোনো বিরোধ নেই। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাধারন সম্পাদক রেজা কিবরিয়া সহ কয়েকজন শীর্ষ নেতা।

এ ব্যপারে দলের সাবেক সাধারণ সম্পাদক মন্টু জানান তাদের মধ্যে কোনো অনৈক্য নেই। এদিকে ভাস্কর্য ইস্যুতে ডক্টর কামাল জানান, ভাস্কর্য ইতিহাস ঐতিহ্যের অংশ। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।

আসছে জানুয়ারিতে গণফোরামের কাউন্সিল, কমিটি ও অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয় এই সংবাদ সম্মেলনে।

Exit mobile version