Site icon Amra Moulvibazari

সংসার ও ডিভোর্স নিয়ে যা বললেন মৌসুমী হামিদ

সংসার ও ডিভোর্স নিয়ে যা বললেন মৌসুমী হামিদ


লাক্স তারকা হয়ে শোবিজে পথচলা শুরু করেন খুলনার মেয়ে মৌসুমী হামিদ। দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। নাটক, সিনেমা ও ওটিটির নানা কন্টেন্টে তিনি প্রশংসিত হয়েছেন। কাজ করে যাচ্ছেন এখনো নিয়মিত।

চলতি বছর করেছেন বিয়ে। ১২ জানুয়ারি ভালোবেসে ঘর বেঁধেছেন তিনি লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে। বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল ডিভোর্সের কথা। এ নিয়ে বেশ মুখরোচক আলোচনা চলছে।

সম্প্রতি গণমাধ্যমে এ অভিনেত্রী কথা বলেছেন সংসার নিয়ে। তিনি মনে করেন সংসার করাটা খুব সহজ।ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, তাহলে সংসার পানির মতো সহজ। মৌসুমী দাবি করেন, ‘আমার সংসার খুব ভালো যাচ্ছে।’

এসময় তারকাদের সংসার ভাঙা নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত ‘নয়া মানুষ’ সিনেমাটি। এ ছাড়া নাটক ও ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version