Site icon Amra Moulvibazari

পুরনো উষ্ণ ছবি শেয়ার করে নস্টালজিক প্রিয়াঙ্কা

পুরনো উষ্ণ ছবি শেয়ার করে নস্টালজিক প্রিয়াঙ্কা


বলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডের অভিনেত্রী। বেছে বেছে কাজ করেন। ফিরেন চমক নিয়ে। এর বাইরে স্বামী-সন্তান নিয়েই সুগৃহিণীর মতো দিন কাটে তার সাংসারিক ব্যস্ততায়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেন আপডেট, নানা খবর।

এবার তিনি ভক্তদের সামনে আনলেন পুরনো কিছু ছবি। নস্টালজিক হয়ে যেন খুঁজে ফিরলেন হারিয়ে ফেলা সময়গুলোকে।

প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রাম আইডিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এগুলো ২০১৪ সালের একশন সিনেমা ‌‘গুন্ডে’র সেট থেকে তোলা। সিনেমার শুটিং চলাকালীন সহশিল্পীদের সঙ্গে মজার মুহূর্তগুলোর কিছু ঝলক দেখা যায় সেখানে।

এই ছবিগুলোতে প্রিয়াঙ্কা চোপড়াকে আকর্ষণীয় পোশাকে, তার সহঅভিনেতা রণবীর সিং এবং অর্জুন কাপুরের সঙ্গে হাস্যরসাত্মক মুহূর্তে দেখা যাচ্ছে। ক্রু সদস্যদের সঙ্গে ক্যন্ডিড ছবিও দেখতে পাওয়া যায়। তিনি পোস্টটির সাথে ‘আসালাম-এ-ইশকুম’ গানটি যোগ করেছেন, যা সিনেমার সেই ম্যাজিক মুহূর্তগুলোকে আবার জীবন্ত করে তুলেছে।

ছবির সাথে একটি ক্যাপশনও যোগ করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আমার ফোন চেক করছিলাম আর এই ছবিগুলো আমার স্মৃতিতে চলে এলো। কেউ কি এটা মনে করতে পারেন? সবচেয়ে মজার কাজগুলোর মধ্যে এটি ছিল একটি! অসাধারণ লোকেশন, সবচেয়ে মজার কাস্ট এবং ক্রু এবং আমাদের একত্রিত করার জন্য আলী আব্বাস জাফরকে ধন্যবাদ। ভালো স্মৃতিগুলো ভালো মানুষদের মাধ্যমে তৈরি হয়। ২০১৩ সালের শুটিং।’

পোস্টটিতে প্রিয়াঙ্কা রণবীর সিং, অর্জুন কাপুর ও পরিচালক আলী আব্বাস জাফরকে ট্যাগ দিয়েছেন।

আলী আব্বাস জাফর পরিচালিত এই একশন-প্যাকড সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

এদিকে প্রিয়াঙ্কার ছবির পোস্টে তার স্বামী নিক জোনাস এসে ভালোবাসার বৃষ্টি নামিয়েছেন। তিনি লিখেছেন, ‌‘হটি’।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version