Site icon Amra Moulvibazari

করোনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবাসী শ্রমিকরা বেশি ঝুঁকির মুখে রয়েছে জাতিসংঘ

করোনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবাসী শ্রমিকরা বেশি ঝুঁকির মুখে রয়েছে জাতিসংঘ

করোনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবাসী শ্রমিকরা সবচেয়ে বেশি আর্থসামাজিকভাবে ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে , জাতিসংঘ । কর্মসংস্থান সংকোচনের ধারাবাহিক প্রবণতায় এই সংকট আরও প্রকট হচ্ছে ।

অনেককেই তাদের কর্মঘণ্টা কমিয়ে ফেলতে বলা হচ্ছে বা কেউ কেউ এখনও কর্ম হারাচ্ছেন ।আর এতে এশিয়া – প্যাসিফিক অঞ্চলে ৮ কোটি ১০ লাখ কর্মী তাদের চাকরি হারিয়েছেন । কর্মহীন এসব প্রবাসী শ্রমিকরা বিভিন্ন দেশে আটকা পড়া ছাড়াও আর্থীক সমস্যার মুখোমুখি হচ্ছে ।

এছাড়াও এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে করোনায় মহামারির প্রভাব পড়েছে সুদূরপ্রসারী।

Exit mobile version