Site icon Amra Moulvibazari

সিলেটে বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন

সিলেটে বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন


সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে খুন হয়েছেন মো. আব্দুল মুমিন নামের এক যুবক। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট পৌর শহরে এ ঘটনা ঘটে।

আব্দুল মুমিন পৌর শহরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিরি পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

অপরদিকে ঘাতক রাজু আহমদ (২৮) উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনিও উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিল। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজু একটি ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাইঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজু জাগো নিউজকে বলেন, রাজু যুবদলের পদধারী কোনো নেতা না। তিনি আগে ছাত্রদল করতেন। এখন যুবদলে আসার জন্য চেষ্টা করছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

আহমেদ জামিল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version