Site icon Amra Moulvibazari

ইমরান খানের মুক্তির দাবিতে বাইডেনকে ৪৬ কংগ্রেসম্যানের চিঠি

ইমরান খানের মুক্তির দাবিতে বাইডেনকে ৪৬ কংগ্রেসম্যানের চিঠি


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ৪৬ জন কংগ্রেসম্যান। চিঠিতে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চিঠিতে পাকিস্তানে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরেছেন কংগ্রেস সদস্যরা। এজন্য বাইডেন প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা।

এছাড়া, গত ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে কারচুপি ও অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন আইনপ্রণেতারা। নির্বাচনে সরকারি সংস্থাগুলো পিটিআইকে লক্ষ্যবস্তু বানায় বলেও উল্লেখ করেন তারা।

মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করে কংগ্রেস সদস্যরা গণগ্রেপ্তার, অবৈধ আটক এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধের বিষয়ে উদ্বেগ জানান।

এদিকে পিটিআই প্রধান গত সপ্তাহে কারাগার থেকেই চুড়ান্ত আন্দোলনের ডাক দেন। ইমরান দলীয় নেতা-কর্মীদের আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। ওই কর্মসূচি নিয়েই কারাগার থেকে গতকাল রোববার একটি বিবৃতি দিয়েছেন ইমরান।

বিবৃতিতে তিনি বলেছেন, ওই দিনই পিটিআইয়ের ভবিষ্যত নির্ধারণ হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে সমর্থকদের কর্মসুচি সফলভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান বলেছেন, শুধু রাজধানীতে নয়, সারাদেশে বিক্ষোভ ছড়িতে দিতে হবে।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version