Site icon Amra Moulvibazari

বিএইচবিএফসি’র ইসলামিক অর্থায়ন প্রকল্পের উদ্বোধন

বিএইচবিএফসি’র ইসলামিক অর্থায়ন প্রকল্পের উদ্বোধন


আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) তহবিল সহায়তায় বিএইচবিএফসি’র ইসলামি শরিয়াহ ভিত্তিক গৃহ নির্মাণ বিনিয়োগ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আইএসডিবি’র তহবিল সহায়তায় বিএইচবিএফসি’র ইসলামি শরিয়াহ ভিত্তিক গৃহ নির্মাণ বিনিয়োগ প্রকল্প এটি। ২০২২ সালের অক্টোবর মাসে প্রকল্পের প্রথম পর্যায় সফলভাবে সমাপ্ত হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হলো।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহায়তায় চলতি বছরের ২৯ এপ্রিল সৌদি আরবের, জেদ্দায় আইএসডিবি ও সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বিএইচবিএফসি আইএসডিবি’র কাছ থেকে এ প্রকল্পে ২৭০ দশমিক ৫৭ মিলিয়ন ইউরোর সমপরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার তহবিল সহায়তা পেয়েছে।

এর মধ্যে ৬৭ মিলিয়ন ইউরোর সমপরিমাণ অর্থ এরই মধ্যে বিএইচবিএফসি’র অনুকূলে ছাড় করা হয়েছে। ৫ বছর মেয়াদি বিএইচবিএফসির এ প্রকল্পের দ্বিতীয় পর্যায় আগামী ২০২৮-২৯ অর্থবছরে শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রুর‍্যাল ও পেরি-আরবান এরিয়ায় গৃহ নির্মাণে শরিয়াহ সম্মত বিনিয়োগ প্রদানের উদ্যোগ গ্রহণ করার জন্য বিএইচবিএফসি ও আইএসডিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অন্যান্য প্রতিষ্ঠানও বিএইচবিএফসির মতো উদ্যোগ গ্রহণ করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি মানুষের শহরমুখী প্রবণতা কমাতে গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শহরের পাশাপাশি গ্রামেও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসডিবি’র রিজিওন্যাল হাব ম্যানেজার মুহাম্মদ নাসিস বিন সুলায়মান, অর্থ বিভাগের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং আইএসডিবি কর্তৃপক্ষের প্রতি সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে এ এস এম আব্দুল হালিম প্রধান অতিথিসহ বিশেষ অতিথি এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং প্রকল্পটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

বিএইচবিএফসি শরিয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, আইএসডিবি’র ইকোনমিক ইনফ্রাসট্রাকচারের অপারেশনস টিম লিডার আবু স্যান্ডি বোকাইরী এবং অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিএইচবিএফসি’র ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এমএএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version