Site icon Amra Moulvibazari

আ’লীগের গুন্ডারা এখনো ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার করা হচ্ছে না

আ’লীগের গুন্ডারা এখনো ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার করা হচ্ছে না


যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি। তাকে দেশে ফিরিয়ে আনতে আমাদের রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে মোনায়েম মুন্না বলেন, বিএনপি নেতাদের ফোন ট্র্যাক করে যেভাবে তাদের ধরতেন, সেভাবে কেন আওয়ামী লীগের নেতাদের ধরছেন না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের গুন্ডারা এখনো ঘুরে বেড়াচ্ছেন অথচ তাদের গ্রেফতার করা হচ্ছে না।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সম্পাদক মামুন হাশেমী দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহানউদ্দিন সৈকত।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান সোহাগ প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version