Site icon Amra Moulvibazari

নারায়ণগঞ্জে মেসে আগুন, ৬ কক্ষ পুড়ে ছাই

নারায়ণগঞ্জে মেসে আগুন, ৬ কক্ষ পুড়ে ছাই


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি কক্ষের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৮ নভেম্বর) রাত ৭টায় নাসিক ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিলের মক্কিনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, মক্কিনগর এলাকার মাহবুব হোসেন মানিক নামের এক ব্যক্তির টিনশেড মেসে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে তা ছড়িয়ে পড়ে। একে একে ছয়টি কক্ষে আগুন লেগে সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। একপর্যায়ে আদমজী ফায়ার সার্ভিসের টিম ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হইনি। আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে তা পড়ে বলা যাবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version