Site icon Amra Moulvibazari

শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার দাবি

শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার দাবি


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে গণজমায়েত কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে চরবাটা খাসেরহাট পল্টন মোড়ে স্থানীয় উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা জজ আদালতের পিপি শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি ভিপি পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিরোধী মতের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছেন। গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছেন। এজন্য দায়ী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version