Site icon Amra Moulvibazari

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়ার ভিসা সহজ করার আহ্বান

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়ার ভিসা সহজ করার আহ্বান


পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা করেন।

ক্যাথরিনা উইজার নয়াদিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে অস্ট্রিয়ার আবাসিক মিশন না থাকায় দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এক্ষেত্রে অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত সমস্যার কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন সচিব। তিনি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়ে বিকল্প উপায় খোঁজার পরামর্শ দেন। রাষ্ট্রদূত অস্ট্রিয়ান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে আশ্বাস দেন।

রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান সম্পৃক্ততার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ও সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন।

উভয়পক্ষ বৈধ অভিবাসন এবং বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার জন্য দ্বিপাক্ষিক কর্মযজ্ঞ দ্রুত সম্পন্ন হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। তারা সংস্কৃতিতে সহযোগিতা, বহুপাক্ষিক ফোরাম এবং নিয়মিত রাজনৈতিক আলোচনার বিষয়ে মতবিনিময় করেন।

আইএইচআর/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version