Site icon Amra Moulvibazari

অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

অস্ট্রিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী


বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে অস্ট্রিয়ান কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। ক্যাথরিনা উইজার নয়াদিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার সরকার দেশের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপক সংস্কার কার্যক্রমে সমর্থন দেবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কার্যক্রম শেষ এবং ভোটার তালিকা প্রস্তুত হওয়ার পর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রদূত জানান, বেশ কয়েকটি অস্ট্রিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, যার মধ্যে একটি কোম্পানি ঢাকার উপকণ্ঠে একটি কারিগরি স্কুল স্থাপন করতে চায়। তবে এর জন্য অস্ট্রিয়ান আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সফট লোন (সহজ শর্তে ঋণ) পেতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

অধ্যাপক ইউনূস তৎক্ষণাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি দেখার নির্দেশ দেন।

বৈঠকে বাংলাদেশের সন্ত্রাসবাদ প্রতিরোধ ব্যবস্থা, সীমান্ত সমস্যাসহ মানবপাচার, বৈধ অভিবাসন, জলবায়ু পরিবর্তন, পুলিশের সংস্কার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত উইজার বলেন, অস্ট্রিয়ার দীর্ঘমেয়াদি নীতি হলো বৈধ অভিবাসনকে উৎসাহিত করা এবং বর্তমানে বাংলাদেশিরা পশ্চিম ইউরোপের সমৃদ্ধ এ দেশে ষষ্ঠ বৃহত্তম অভিবাসী সম্প্রদায়।

প্রধান উপদেষ্টা বলেন, অস্ট্রিয়াকে আরও বেশি বাংলাদেশিকর্মী বৈধ চ্যানেলে নিতে হবে, যা মানবপাচার কমাতে সহায়ক হবে।

বৈঠকে এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মুরশেদ এবং অস্ট্রিয়ার সম্মানিত কনসাল তাসবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমইউ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version