Site icon Amra Moulvibazari

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু


তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধের কারণে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় পর ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধের কারণে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফলে পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপত্তা স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে বিকেল ৪টার পর ঢাকা থেকে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আজ প্রতিটি আন্তঃনগর ট্রেনই তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়ে গেছে। লোকাল ও কমিউটার ট্রেনগুলোর ক্ষেত্রে সেই সময়টা একটু বেশিই ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ক্লিয়ারেন্স পাওয়ার পরই বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এ ট্রেন দুপুর ১টা ৪৩ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।

অবরোধের কারণে প্রায় সারাদিন যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নিরুপায় অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় কমলাপুরে বসেছিলেন দিনভর। আবার অনেকে স্টেশনের পাশেই বাস কাউন্টারে যোগাযোগ করেছেন। কেউ বাড়ি ফিরে গেছেন। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি বলেও জানান স্টেশন মাস্টার।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম জানান, মহাখালীতে ট্রেনে হামলার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ এখনই কোনো মামলা দায়ের করবে না।

এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এনএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version