Site icon Amra Moulvibazari

৪৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৪৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


নব্য সংকট কাটিয়ে দীর্ঘ ৪৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেরি শাহ-আলী আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ফেরি বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নাব্য সংকটে শনিবার থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নৌ চ্যানেল স্বাভাবিক হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশনায় ফেরি চলাচল শুরু হয়েছে। উভয় ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

একই সংকটে চলতি মাসে তৃতীয়বারের মতো বন্ধ হয় এ পথে ফেরি চলাচল। ১ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা এবং ৮ নভেম্বর রাত ১১টা থেকে ৬১ ঘণ্টা ৩০ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version