Site icon Amra Moulvibazari

কারাগারে পাঠানোর আদেশ শুনে পালানো সেই আসামির আত্মসমর্পণ

কারাগারে পাঠানোর আদেশ শুনে পালানো সেই আসামির আত্মসমর্পণ


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ শুনে পালানো হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) আরিফ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে আরিফ পালিয়ে যান। একদিনের রিমান্ডে শেষে ওইদিন তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ তে হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এসময়ের মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান। গত ১৫ নভেম্বর রাজধানীর মগবাজার থানা এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

গত ২০ অক্টোবর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবলুল হক শোভন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে আরিফ পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেএ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version