Site icon Amra Moulvibazari

আয়ের রেকর্ড সৃষ্টি করেছে গ্লাডিয়েটর ২

আয়ের রেকর্ড সৃষ্টি করেছে গ্লাডিয়েটর ২


রিডলি স্কট ফিরিয়ে এনেছেন গ্লাডিয়েটরদের গল্প। রাসেল ক্রোকে নিয়ে ‌‘গ্লাডিয়েটর’ নির্মাণের দুই যুগ পর তিনি তৈরি করেছেন ‘গ্লাডিয়েটর ২’। ছবিটি যুক্তরাজ্যসহ বিশ্বের ৬৩টি দেশে মুক্তি পেয়েছে। এটি দেখা যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও।

১৫ নভেম্বর মুক্তি পেয়ে ছবিটি বক্স অফিসে বিশাল ওপেনিং নিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। পল ডারগারাবেদিয়ান, কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্টের মতে, সিনেমাটি চলতি সপ্তাহে বিশ্বব্যাপী আয়ের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে।

৬৩টি দেশে প্রথম দিনেই ৮৭ মিলিয়ন ডলার আয় করেছে গ্লাডিয়েটর ২। এটি প্যারামাউন্ট পিকচার্সের একটি আর-রেটেড সিনেমার সবচেয়ে বড় আন্তর্জাতিক ওপেনিং। মুক্তির প্রথম দিনে রিডলি স্কটের ক্যারিয়ারেও সবচেয়ে বেশি আয় করা সিনেমাটি এটি।

রাসেল ক্রো অভিনীত ম্যাক্সিমাস চরিত্রটি মারা যাওয়ার ২০ বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গ্লাডিয়েটর ২’। এতে বলা হয়েছে ম্যাক্সিমাসের ছেলে লুসিয়াস ভারাসের দুঃসাহসিক অভিযাত্রা। রোমান সাম্রাজ্য দ্বারা তার বাড়িঘর ধ্বংস করা হয়। তারই প্রতিশোধ নিতে সে একজন গ্লাডিয়েটর হয়ে ওঠে। তার রাজকীয় পরিচয় লুকিয়ে রেখে সে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে।

এই সিনেমাটিতে লুসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল। রোমান সেনাপতি আকাসিয়াসের চরিত্রে পেদ্রো পাসক্যাল, লুসিয়াসের মায়ের চরিত্রে কনি নীলসেন অভিনয় করেছেন। এছাড়াও ডেনজেল ওয়াশিংটন, ফ্রেড হেচিঙ্গার, জোসেফ কুইনের মতো তারকাদের অভিনয় দেখা যাবে ছবিটিতে।

তবে ডিজিটাল স্পাই তাদের রিভিউতে দাবি করেছে, পল মেসকাল ভাল অভিনয় করলেও লুসিয়াস ম্যাক্সিমাসের মতো শক্তিশালী উপস্থিতি তৈরি করতে পারেনি। তারা আরও উল্লেখ করেছে, সিনেমাটিতে এমন কোনো দৃশ্য নেই যা প্রথম সিনেমার ম্যাক্সিমাসের বিখ্যাত সংলাপ ‌‘আমার নাম ম্যাক্সিমাস ডেকিমাস মেরিডিয়াস’-এর মতো স্মরণীয় হয়ে উঠতে পারে।

এখন পর্যন্ত রটেন টমেটোতেও ৭৫% ক্রিটিক স্কোর পেয়ে প্রথম সিনেমার চেয়ে ৪ শতাংশ পিছিয়ে আছে ‘গ্লাডিয়েটর ২’।

সিনেমাটি আসছে ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version