Site icon Amra Moulvibazari

সত্যিই কি নতুন প্রেমে পড়েছেন পরীমনি

সত্যিই কি নতুন প্রেমে পড়েছেন পরীমনি


শোবিজের সবচেয়ে আলোচিত নাম পরীমনি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শেষ নেই। গত বছর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একাকী মায়ের জীবন কাটাচ্ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার ছবি-ভিডিও দেখে সবাই ধরেই নিয়েছিল, ভালোই ছিলেন তিনি। গতকাল দিবাগত রাতে হঠাৎ করে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তিনি আবারও প্রেমে পড়েছেন। সত্যিই কি প্রেমে পড়েছেন তিনি?

গতকাল রোববার রাতে নিজের ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি রিলস আপলোড করেছেন পরীমনি। সামাজিক মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে চলন্ত গাড়ির জানালায় ঘড়ি পরা এক পুরুষের হাতের ওপর হাত রেখেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ ব্যক্তিগত আইডিতে পোস্ট করা রিলসটি তার পেজে শেয়ার করলে সেখানে শুরুতে নেতিবাচক মন্তব্য দেখা যায়। পরে সেসব মন্তব্য মুছে ফেলেন তিনি।

ঘটনা জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি পরীমনি। অনেকেই ধারণা করছেন, নিশ্চয়ই কোনো পণ্য বা সেবা প্রতিষ্ঠানের প্রচারণা। আবার অনেকে বলছেন, একাকী নারীর প্রেমে জড়ানো বিচিত্র কোনো বিষয় নয়। পরীমনির ওই পোস্ট মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। বেশির ভাগ অনুসারী তাকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।’

গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে অবমুক্ত হয়েছে পরীমনি অভিনীত সিরিজ ‘রঙিলা কিতাব’। ওই সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।

এমআই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version