Site icon Amra Moulvibazari

সান্তোসে ফেরা নিয়ে যা বললেন নেইমারের এজেন্ট

সান্তোসে ফেরা নিয়ে যা বললেন নেইমারের এজেন্ট


নেইমার আর চোট যেন একে অপরের সমর্থক। ক’দির পরপরই যেন চিরশত্রুর সঙ্গে অস্বস্তিকর আলিঙ্গন হয় এই ব্রাজিলিয়ানের।

চোট নিয়ে টানা এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর ফেরার দুই ম্যাচ পরই আবারও দেড় মাসের জন্য ছিটকে গেলেন সেলেসাও তারকা। ইনজুরিতে বিধ্বস্ত নেইমার এখন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের একরকম বোঝা। ব্রাজিলিয়ানকে বসিয়ে রেখেই বেতন দিতে হচ্ছে তাদের। যে কারণে নেইমারের সঙ্গে নতুন চুক্তি করার সম্ভাবনাও কম ক্লাবটির।

আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ফুরাবে আগামী বছরের জুনে। গুঞ্জন উঠেছে, ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি সৌদির পাঠ শেষ করে পাড়ি জমাবেন নিজ দেশে। নাম লেখাবেন শৈশবের ক্লাব সান্তোসে। এমন খবর প্রকাশ করেছিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত। গণমাধ্যমটি জানিয়েছে, নেইমার নাকি সান্তোস কর্তৃপক্ষকে জানিয়েও রেখেছেন সবকিছু।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন নেইমারের এজেন্ট পিনি জাহাভি। তার দাবি, সান্তোসের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি। এটা গুজব।

পিনি জাহাভি বলেন, ‘নেইমারের আল হিলাল ছাড়া নিয়ে কোনো আলোচনা চলছে না। সে (নেইমার) আরও ৬ মাস চুক্তির অধীনে আছে। সে সেখানেই খুশি। নেইমারের বাবা এবং আমিই একমাত্র মানুষ, যারা নেইমারের ভবিষ্যত নিয়ে কথা বলতে পারি। আমি জানি না, সান্তোসে ফেরা নিয়ে সাম্প্রতিক গুজব এখন কোথা থেকে আসছে…।’

নেইমারের সান্তোসে ফেরার খবর সবার আগে ফাঁস করেছিলেন আর্জেন্টিনার সাংবাদিক সিজার লুইস মারলো। গতকাল রোববার নেইমারের এজেন্টের বিবৃতির পর পাল্টা বক্তব্য দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ একটি পোস্ট করেন আর্জেন্টাইন সাংবাদিক।

লুইস মারলো লেখেন, ‘সান্তোস যা বলেছে, নেইমারের এজেন্ট তা প্রকাশ্যে অস্বীকার করেছে। আমি যে খবর প্রকাশ করেছি, এখনও তার উপরই স্থির আছি। ঈশ্বরকে ধন্যবাদ। ব্রাজিলের লোকেরা জানে আমি কীভাবে কাজ করি। এটি অনেকবার হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সত্যতা বেরিয়ে আসবে।’

সান্তোস ব্রাজিলের সাও পাওলো শহর জনপ্রিয় ফুটবল ক্লাব। তাদের নগর প্রতিদ্বন্দ্বী হলো পালমেইরেস। সান্তোসের পাশাপাশি পালমেইরেসেও নেইমারের ফেরার সম্ভাবনা দেখছিলেন অনেকে। তবে গতকাল রোববার ক্লাবটির নারী সভাপতি লেইলা পেরেইরার কথা শোনার পর সেই গুঞ্জনও উড়ে গেছে। পেরেইরা তির্যক ভঙ্গির ভাষায় জানিয়ে দিয়েছেন, নেইমারের সঙ্গে চুক্তিতে আসবে না পাইমেইরেস।

পেরেইরা জানান, ফিট ফুটবলারকে খুঁজছে তারা। এমন ফুটবলারকে চান, যাকে চুক্তিতে আনার পরপরই খেলানো যাবে। কোচ চাইলে যাকে আগামীকালই খেলাতে পারবেন। ইনজুরিকে বিধ্বস্ত কোনো ফুটবলারকে তারা ক্লাবে চান না।

পেরেইরা বলেন, ‘পালমেইরাসের হয়ে খেলবেন না নেইমার। এই ক্লাব কোনো চিকিৎসাকেন্দ্র নয়। আমি এমন খেলোয়াড় চাই যারা আগামীকাল খেলতে প্রস্তুত, যদি কোচের প্রয়োজন হয়। যে খেলোয়াড় মাঠে নামতে পারবে না আমরা তার সঙ্গে চুক্তি করবে না।’

২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্ব পালন করছেন পেরেইরা। ক্রীড়া সংগঠক হওয়ার পাশাপাশি ব্যবসার সঙ্গেও জড়িত এই নারী। পাশাপাশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও পরিচিতি আছে পেরেইরার।

খোঁচা দিয়ে কথা বলার পর নেইমারের প্রশংসাও করেন পেরেইরা। তিনি বলেন, ‘সে অনেক বড় খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে (সাও পাওলোয় নেইমারের শৈশবের ক্লাব) যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version