Site icon Amra Moulvibazari

পরিবারের কাছে ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী বিল্লালের

পরিবারের কাছে ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী বিল্লালের


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোড়ল (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৬টার দিকে মালয়েশিয়ার জোহর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে দশ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দেন বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোহর বাহরু শহরে টাইলস মিস্ত্রীর কাজ করতেন। সবশেষ তিন বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন তিনি।

এ সময় একটি সড়ক অতিক্রম করার সময়ে তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশের সময় রাত ৬টার দিকে মারা যায়। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম বয়ে যায়।

বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিল। এবার দেশে আসলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘাতক গাড়ি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।

নিহতের বন্ধু তসলিম ইমামুল হক বলেন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। খুব ভালো ছেলে ছিল বিল্লাল। ওর এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই সরকারিভাবে ওর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।

স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন বলেন, বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। আমরা ওর মরদেহ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।

এ ব্যাপারে জানতে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়কে মুঠোফোনে পাওয়া যায়নি। এছাড়া তার হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

বিধান মজুমদার অনি/এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version