Site icon Amra Moulvibazari

হিজাবী ও বিবাহিতদের জন্য সুন্দরী প্রতিযোগিতা

হিজাবী ও বিবাহিতদের জন্য সুন্দরী প্রতিযোগিতা


শুরু হচ্ছে নারীদের সৌন্দর্যবিষয়ক রিয়েলিটি শো ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। এসে সব নারীদের সঙ্গে অংশ নিতে পারবেন বিবাহিত ও হিজাবী নারীরাও। গতকাল রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। উন্মোচন করা হয় আয়োজনের লোগো।

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রধান নির্বাহী মো. ইকবাল হোসেন বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে নারীর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হবে, যা দেশের নারীদের স্বপ্নের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।’

আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার বলেন, ‘আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল মডেল। আমি বিশ্বাস করি সুন্দরী প্রতিযোগিতা নারীর আত্মোন্নয়ন ও ক্ষমতায়ণের মাধ্যমে জীবনের গভীর দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটায়। আয়োজনের উদ্দেশ্য হলো নারীদের সামাজিক প্রতিবন্ধকতা থেকে বের করে আনা।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ বিজয়ী পাবেন নগদ অর্থসহ মূল্যবান উপহার। ১৭ নভেম্বর থেকে নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একমাস উন্মুক্ত থাকবে নিবন্ধন প্রক্রিয়া।

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের সঙ্গে বাংলাদেশ থেকে থাকছেন মডেল অন্তু করিম, কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, মডেল ও প্রশিক্ষক বুলবুল টুম্পা, ফ্যাশন ডিজাইনার আফজার পর্সিয়া, লাক্স সুপারস্টার ও অভিনেত্রী মৌসুমী হামিদ, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খান প্রমুখ।

এমআই/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version