Site icon Amra Moulvibazari

টেকনাফে পাহাড়ে অপহরণকারী ডাকাত সর্দার বদরুদ্দোজা আটক

টেকনাফে পাহাড়ে অপহরণকারী ডাকাত সর্দার বদরুদ্দোজা আটক


কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ডাকাত দলের সর্দার বদরুদ্দোজা ওরফে বদরুজকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি কিরিচ, ১টি রামদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটক বদরুদ্দোজা টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালীর মৃত মাওলানা সুলতান আহমদের ছেলে। কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদে খবর আসে টেকনাফ বাহারছড়া ও হোয়াইক্যংসহ পাহাড়ি এলাকার ডাকাত ও অপহরণকারী দলের সর্দার বদরুদ্দোজা বাহারছড়ার উত্তর শীলখালী ঝাউবাগানে অবস্থান করছে। এমন সংবাদে রোববার ভোরে টেকনাফ মডেল থানার ওসির নেতৃত্বে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দস্তগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স ওই স্থানে অভিযান পরিচালনা করে বদরুদ্দোজাকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশের টিম ডাকাত জলিলের বাড়িতে অভিযান চালিয়ে লাকড়ির স্তূপের নিচ থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি বন্দুক,৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি কিরিচ, ১টি রামদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

পুলিশ সুপার আরও বলেন, আটক বদরুদ্দোজা দীর্ঘদিন ধরে পাহাড়ে একটা ডাকাত চক্র তৈরি করে বাহারছড়া ও হোয়াইক্যংয়ে প্রতিনিয়ত মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে যাচ্ছিল। কিছুদিন আগেও বদরুজের নেতৃত্বে বাহারছড়ায় ডা. জহির এবং হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক অপহরণে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তার বিরুদ্ধে অস্ত্র-ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version