নেত্রকোনার কলমাকান্দায় ভারত থেকে অবৈধপথে আনা কম্বল পাচারের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। জব্দকৃত ৩৫২ পিস কম্বলের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পুলিশ কনস্টেবল মো. আল আমিন মিয়া (৩০) ও আব্দুল আলিম (৪৫)।
সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের মেজর জিসানুল হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার কলমাকান্দা সেনা ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় কলমকান্দা সদর ইউনিয়নে খাসপাড়া এলাকা থেকে ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি ট্রাক আটক করেন সেনা সদস্যরা। এসময় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করা হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচ এম কামাল/জেডএইচ/