Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ায় কমনওয়েলথ সামিটে বাংলাদেশের তরুণরা

মালয়েশিয়ায় কমনওয়েলথ সামিটে বাংলাদেশের তরুণরা


মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘কমনওয়েলথ স্টুডেন্ট গভর্ন্যান্স সামিট-২০২৪।’ রোববার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক এই সামিটের সমাপনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় পতাকা হাতে অংশ নেন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম)’ তরুণরা।

কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ান মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন, ইয়ুথ হাব ও লিমককউইং ইউনিভার্সিটির যৌথ আয়োজনে সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া পার্লামেন্টের স্পিকার তানশ্রী দাতু ডক্টর জোহারি বিন আবদুল।

তিনি আন্তর্জাতিক তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা একেকজন নিজ দেশের লিডার। আগামী দিন তোমরাই নিজ দেশের নেতৃত্ব দেবে। আমাদের এই দেশ থেকে ভালো যা কিছু শিখে গেলে তা নিজেদের দেশে বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, একদিন তোমরা যখন নিজ দেশের নেতৃত্বের জায়গায় পৌঁছাবে এবং তোমার দেশের কোথাও কোনো অনুষ্ঠানে যদি আমি উপস্থিত থাকি তাহলে সেদিন স্পিকারের জায়গায় তোমরা থাকবে। আর শ্রোতার জায়গাটিতে আমি বসে তোমাদের নেতৃত্বের সাফল্যগাঁথা গল্প শুনবো।

সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন বেনজামিন ফ্রাসের।

তিনি বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীদের গৌরবগাঁথা ইতিহাস স্মৃতিচারণ করেন। সবশেষ তিনি আওয়ামী সরকারের পতনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) রেহানা পারভিন, ইয়ুথ হাবের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট পাভেল সারওয়ারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষে সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, লিংকন ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সিটি ইউনিভার্সিটির ইউনিট প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, মাহসা ইউনিভার্সিটির ইউনিট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ, ইউসিএসআই ইউনিভার্সিটি ইউনিটের আহ্বায়ক মুশফিকুর রহমানসহ অন্যান্য তরুণরা উপস্থিত ছিলেন।

জেডএইচ/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version