Site icon Amra Moulvibazari

চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খুন

চট্টগ্রামে চাচার হাতে ভাতিজা খুন


তুচ্ছ ঘটনার জেড়ে চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভাতিজাকে ছুরিকাঘাতে খুন করেছে আপন চাচা। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাসেল (২৩) ওই গ্রামের জামাল মিয়ার ছেলে। তার চাচা জালাল উদ্দিন (৪০) রাউজান উপজেলায় বসবাস করেন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর জালাল পটিয়ায় তার গ্রামের বাড়িতে আসেন। রাতে ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার সময় পাওনা টাকা ও একটি তোষক নিয়ে ভাতিজা রাসেলের সঙ্গে তার ঝগড়া হয়।

এক পর্যায়ে জালাল রাসেলের গলায় ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী জানান, জবাই করা অবস্থায় রাসেলকে হাসপাতালে নেওয়ার পর পরই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এএজেড/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version