Site icon Amra Moulvibazari

স্যান্ডেলে মিললো ১ কোটি ২০ লাখ টাকার সোনা

স্যান্ডেলে মিললো ১ কোটি ২০ লাখ টাকার সোনা


ফেনীতে এক ব্যক্তির স্যান্ডেল থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। এগুলোর ওজন এককেজি ১৬৬ গ্রাম। দাম এক কোটি ২০ লাখ টাকা।

রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকা থেকে দ্বিজেন ধর (৩৯) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্যান্ডেল থেকে সোনার বারগুলো উদ্ধার করে পুলিশ।

দ্বিজেন ধর চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশু ধরের ছেলে।

বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রিজের ওপর বাসটি থামানো হয়। এসময় তল্লাশি চালালে অভিনব কৌশলে লুকানো অবস্থায় পাচারকারীর পায়ের স্যান্ডেলের সোলে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানান, চট্টগ্রামের হাজারী লেন থেকে তিনি কুমিল্লায় যাচ্ছিলেন। বিগত দিনেও এভাবে সোনা পাচার করেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা, বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version