Site icon Amra Moulvibazari

পার্টিতে মুরগির মাংস চাওয়ায় ভাইকে খুন, প্রমাণ লুকালেন মা

পার্টিতে মুরগির মাংস চাওয়ায় ভাইকে খুন, প্রমাণ লুকালেন মা


বাড়িতে মুরগির মাংস আনতে চাওয়ায় দুই ভাই মিলে হত্যা করেছেন আরেক ভাইকে। আর এই ঘটনার প্রমাণ লুকানোর চেষ্টা করেছেন তাদের মা। সম্প্রতি ভারতের ভোপালে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা।

জানা যায়, নিহত যুবকের নাম অংশুল যাদব, বয়স ২২ বছর। তার বাড়ি ভোপাল শহরের বায়রা গড় এলাকার ইন্দিরা নগরে।

পুলিশ জানায়, অংশুল তার বড় ভাই কুলদীপ এবং ছোট ভাই অমানের সঙ্গে মাংস কেনার বিষয়ে বিতর্কে জড়ান। অংশুল একটি পার্টি আয়োজনের জন্য বাড়িতে মুরগির মাংস আনতে চেয়েছিলেন। কিন্তু তার ভাইয়েরা সেটি মেনে নিতে চাননি। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে দুই ভাই মদ্যপ অবস্থায় অংশুলকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

আরও পড়ুন>>

ঘটনার পর কুলদীপ, অমান এবং তাদের মা অণিতা অংশুলকে হাসপাতালে নিয়ে যান এবং দাবি করেন, তিনি বাড়িতে ফিরে অজ্ঞান হয়ে পড়েছেন।

তবে পুলিশ অংশুলের গলায় রশির দাগ দেখতে পেয়ে সন্দেহ প্রকাশ করে। তদন্তে জানা যায়, অণিতা হত্যার প্রমাণ লুকানোর জন্য রশিটি লকিয়ে রেখেছিলেন।

বায়রাগড় থানার ইনচার্জ কামলজিৎ রন্ধাওয়া বলেন, মাংস নিয়ে বিরোধ এমন জায়গায় পৌঁছেছিল, যেখানে মদ্যপ অবস্থায় দুই ভাই তাদের ভাইকে হত্যা করেন। আর মা অপরাধ লুকানোর জন্য তার ছেলেদের সাহায্য করেছেন।

পুলিশ জানিয়েছে, এই তিন ভাই নিয়মিত মদ্যপান করতেন এবং তারা মাদকাসক্ত ছিলেন। তারা একটি দোকানে কাজ করতেন। ঘটনার দিন বাজার বন্ধ ছিল। তাই অংশুল বাড়িতে পার্টি আয়োজনের জন্য জেদ ধরেছিলেন।

এই ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মা অণিতার বিরুদ্ধে প্রমাণ লুকানোর ও হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version