সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের সঙ্গে দাতা সদস্যের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের পক্ষের লোক ও দাতা সদস্যের পক্ষের লোকদের মাঝে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুইপক্ষের প্রায় ৪০ জন আহত হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
লিপসন আহমেদ/আরএইচ/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।