ঝিনাইদহে ব্রয়লার বিস্ফোরণে সাব্বির বিশ্বাস (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের হামদহ মোড় সংলগ্ন ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। সাব্বির শহরের শান্তিনগর পাড়ার বিপ্লব বিশ্বাস কালুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রিপন দাসের গ্যারেজে গাড়ির টায়ার রিপেয়ারিংয়ের কাজ করছিল সাব্বির বিশ্বাস। এক পর্যায়ে টায়ার হিট দিতে গেলে পাশে থাকা ব্রয়লার বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় সাব্বির। সে সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, বিস্ফোরণে হৃদযন্ত্রে ও মাথায় গুরুতর আঘাতের কারণে সাব্বিরের মৃত্যু হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।