Site icon Amra Moulvibazari

অলোক আচার্যের ‘তুমি’ বিষয়ক তিনটি কবিতা

অলোক আচার্যের ‘তুমি’ বিষয়ক তিনটি কবিতা


কবিতার বদলে

কবিতার বদলে
একটা কবিতা কিনতে চাই
মনের বদলে মন
একটা দক্ষিণ দুয়ারী জানালা কিনলে
থাকবে কিছুক্ষণ!

****

অক্টোপাস আমি

তোমাকে জড়িয়ে ধরেছি
অক্টোপাসের মতো
শরীর নয়
সরু গলিটার মতো অন্ধকার তুমি
আর শীতলও
হয়তো মরে ছিলে বহুকাল আগেই
মোমের আগুনে খুঁজি উষ্ণতার স্পর্শ
অতলে শূন্যতার পাহাড়!

****

অ-স্পর্শে তুমি

তোমাকে দেখছি
কতদিন?
সময়ের হিসেবে এক মহাকাল
লিখতে পারিনি বলে আফসোস হচ্ছে না
আটকে আছি ভূ-গোলকের বিন্দুতে
অ-স্পর্শে যোজন দূরত্ব মাপি!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version